CONFERENCE PROFILE

ঢাকা কনফারেন্স অন ট্যোবাকো অর হেলথ ২০২০


আগামী ২৭শে ফেরুয়ারী ২০২১ ঢাকা কনফারেন্স অন টোবাকো অর হেলথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আপনাদের গবেষনার সারসংক্ষেপ আগামী ৫ই নভেম্বর ২০২০ এর মধ্যে জমা দেয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে। এই গবেষনার সারসংক্ষেপ জমা দেয়ার রূপরেখা নিন্মে দেয়া হলঃ
১। গবেষনার সারসংক্ষেপটি বাংলা অথবা ইংরেজি ভাষায় জমা দিতে হবে।
২। সারসংক্ষেপ জমাদানকারিদের প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ পরিষেবা প্রদান করে হবে।
৩। গবেষনার সারসংক্ষেপ ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে।
৪। গবেষনার সারসংক্ষেপটি ৩০০ শব্দের মধ্যে জমা দেয়ার অনুরোধ করা হচ্ছে।
৫। গবেষনার সারসংক্ষেপটির শিরোনাম সর্ব্বোচ্চ ১০০ শব্দের মধ্যে হতে হবে।
৬। গবেষনার সারসংক্ষেপটির লেখক এক বা একাধিক হতে পারে।
৭। গবেষনার সারসংখেপটির ক্ষেত্রে একটি মানসম্মত ফন্ট যেমনঃ ইংরোজিতে অ্যারিয়াল ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে এবং বাংলায় ‘‘সুতুমি এমজে” ব্যবহার করার অনুরোধ করা হচেছ।
৮। তথ্যসারণী বা গ্রাফ সারসংক্ষেপে দেয়া যাবে। একটি গ্রাফকে ৫০ শব্দ হিসেবে গণনা করা হবে। তথ্যসারণীর প্রতি রোকে ১০ শব্দ হিসেবে গণনা করা হবে।
৯। গবেষনার সারসংক্ষেপটি সঠিকভাবে জমা দেওয়া লেখকের দায়িত্ব। বানান, ব্যাকরণ বা বৈজ্ঞানিক সত্যের কোনও ত্রুটির ক্ষেত্রে লেখকের জমা দেয়া গবেষণার সারসংক্ষেপের কপিটিই চুড়ান্ত বলে বিবেচনা করা হবে।
১০। অন্য কোনও জাতীয় বা আর্ন্তজাতিক সভায় উপস্থাপনের জন্য প্রকাশিত বা জমা দেয়া হয়েছে এমন গবেষণার সারসংক্ষেপ না পাঠানোর অনুরোধ করা হলো এবং তা সারসংক্ষেপ মূল্যায়ন কমিটি তা গ্রহণ করবেন না।
আপনার গবেষনার সারসংক্ষেপ জমা দেওয়ার বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে দয়া করে sabrinaalamgir.guc@gmail.com এ যোগাযোগ করুন অথবা ০১৮৭৭৩১৬৭২৪ ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হলো: ধন্যবাদসহ, সাবরিনা আলমগীর কনফারেন্স কোওর্ডিনেটর ঢাকা কনফারেন্স অন ট্যোবাকো অর হেলথ ২০২০

যোগাযোগের ঠিকানা:
কনফারেন্স সচিবালয় ঢাকা কনফারেন্স অন ট্যোবাকো অর হেলথ ২০২০ গ্রামবাংলা উন্নয়ন কমিটি বাড়ী – ৯৩, রোড – ১, মোহাম্মদীয় হাউজিং সোসাইট মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশে ইমেইল: sabrinaalamgir.guc@gmail.com ফোন: +৮৮০২৮১৯৫০০০, +৮৮০১৮৭৭৩১৬৭২৪